নব আলোকে বাংলা

উত্তরাধিকার। অঙ্গীকার। দূরদৃষ্টি।

 

সম্পাদক

 সুপ্রতীক অরূপ ঘোষ

পাঠক পরিষদঃ  চঞ্চল চৌধুরী,  শুভলগ্না শোয়ারা

Suprateek Aroop Ghosh

সম্পাদকীয় ছন্দাবলী-৬

২০০৮ হল লিপ ইয়ার

তিনশত ছেষট্টি দিনের সমাহার

সময়ের জাবেদা খাতায় সবার কাছে একদিন বেশী

ভাবনা চিন্তা কিন্তু সেই গতানুগতিক আমাদের দেশী

এই একদিনে কত কি সংগঠিত

হতে পারে তা আমাদের চিন্তার অতীত

একটি বেশী দিন গেলে আরেকটা পৃথিবী গড়ে

মানুষকে আরেকটু ভাল রাখা যেতে পারে

খুব গোলমেলে কি এই তত্ত্ব পাঠকের কাছে

না বোধহয়-মানুষেরই সেই ক্ষমতা আছে

সারাদিন সবাই কাজ করেন আটঘন্টার মত

জানেন কি বিপুলা এই পৃথিবীর জনসংখ্য কত

সাতশত কোটীর কিছু বেশী বই কম নয়

ছাপান্নশত কোটী ঘন্টা সময় হেলার নয়

একটু ভেবে দেখুন নব আলোকে বাংলার পাতায়

কি করে একটি বেশী দিন কাজে লাগে, যায় না হেলায়

অসীম এই সময়ে সমুদ্রে আপনি কি আলস্যের সাঁতার কাটবেন

না কি মানুষের জন্য একটু ভেবে, একটু অন্য কিছু করে দেখবেন

সোনারবাংলা থেকে ক্লিষ্ট সোমালিয়া কিম্বা এঙ্গোলা

যেখানেই মানুষ ভাল নেই সৃষ্টি করুন প্রাণের হিন্দোলা

মানুষকে ভালবেসে মানুষের সম্মান দিয়ে কাছে টেনে

বলুন ভাল থেকো-আমি আছি তোমার সাথে গুন টেনে

নবআলোকে বাংলার পাতায় প্রকাশ করুন মানুষের কথা

মানুষ না বুঝলে কে বুঝবে সেই ব্যথা কিম্বা মান ও হুশের কথা!

শেষে বলি বুকের মাঝে বহুদিন ধরে জমে থাকা একটি কথা

সে কথা আমার ভাষাদিবসের ইতিহাসের পাতায় জমে থাকা ব্যথা

বাঙ্গালী কি নিজেকে অবলুপ্ত বলে স্বীকার করে নিয়েছে

বাঙালী কি রাগতে, কষ্ট পেতে বা জ্বলে উঠতে ভুলে গেছে

মনে পড়ে কি আমাদের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

সেই কথা- সেই ব্যথা আমরা বাঙালী হয়ে কি করে ভুলতে পারি!

 

আপনাদের

সুপ্রতীক অরূপ

 

পয়লা ফেব্রুয়ারি, ২০০৮ 

 

এবারের প্রকাশনা

ভাষার আগুনে কয়েক ফোঁটা ঘি

যে শিক্ষক ক্লাসে প্রমিত ভাষায় বাংলা ব্যাকরণ পড়ান, স্কুলের গেট থেকে বের হয়ে তিনিই বলেন, 'এই রিক্সা যা(ই)বা?' এটাই বাস্তবতা। এই বাস্তবতাই ফারুকীর ফিল্মে ধরা পড়ে। তিনি কেবল শিল্পীর স্বাধীনতাকেই প্রশ্রয় দেননি, চলচ্চিত্রকে অধিক বিশ্বস্ত করে তোলার দায়িত্বই পালন করেছেন।

 

ভাষার অর্জন, প্রজন্মের ভাষা প্রেম

ভাষা একটি রাষ্ট্রের সংস্কৃতিকে প্রভাবিত করে গভীরভাবে। যে শিশু ঐ রাষ্ট্রের ভাষার মর্মমূলে পৌঁছতে পারে, তার লক্ষ্যের পরবর্তী ধাপটি হয় সে ভাষার সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে জানা।

 

ভাষার কড়চা

ভারতবর্ষ সহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব  এশিয়াতে চালু অধিকাংশ লিপির পূর্বপুরুষ হল আরমিক লিপি। তা থেকে আসে ব্রাহ্মী লিপি প্রায় হাজার দুয়েক বছর আগে। আর সেটা থেকেই ধীরে ধীরে উদ্ভব হয় বাংলার। বাংলা হরফ শুধু বাংলা নয়, অসমীয়া এবং মণিপুরী ভাষাতেও ব্যবহার করা হয়। শ্রীলঙ্কায় পাওয়া ১০ম শতকের একটা মুদ্রায় পরিষ্কার বাংলা দেখেছি।

বাংলা ভাষা ও ভাষা বিষয়ক চিন্তা ভাবনা

বাংলা বানানের আধুনিক নিয়মে অ-সংস্কৃত সব শব্দে হ্রস্ব-ই ব্যবহারের রীতি। কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি বা পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমির তাই মত। রাণী, কাহিনী এবং ভিখারিনী শব্দগুলো এখন রানি, কাহিনি এবং ভিখারিনি লেখা হচ্ছে, যদিও অনেকের, বিশেষ করে প্রাচীনপন্থীদের একটু চোখেও লাগছে। 

 

ভাষা সৈনিক হামিদুজ্জামানঃ বাবার কথা

ভাষা আন্দোলন আমাদের গৌরবের শ্রেষ্ঠ অধ্যায়।বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের পর ঢাকার ছাত্র আন্দোলন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা সহ দেশের জেলা শহর, মহকুমা ও প্রত্যন্ত মফস্বঃলের ছাত্ররা ভাষা আন্দোলনে লড়াকু ভূমিকা পালন করে। তেমনি একজন ভাষা সৈনিক মাগুরার এ কে এম হামিদুজ্জামান (এহিয়া)।

 

ফিরে দেখা ইতিহাস

ভাষা আন্দোলনের দিনপঞ্জী (১৯৪৭-১৯৫৬)

উতসর্গ সকল ভাষা শহীদকে

 

নতুন প্রজন্ম শুধু ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীকেই চিনে। এর পেছনের ধারাবাহিক আন্দোলনকে জানে না। এর পরের কথাও অনেকের অজানা। আর এই না জানার সূত্র ধরেই আজ কেউ কেউ ভাষা সৈনিক হয়ে যান, যারা মূলধারার ভাষা আন্দোলনের সাথে সম্পূর্ন রূপেই বিচ্ছিন্ন ছিলেন।

 

অনাম্নী স্বাক্ষরের ক্ষেদোক্তি

~একুশে ফেব্রুয়ারির মিনতি~

 

এই অনুভূতি আমাকে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখার সাহস জাগিয়ে দেবে। তাহলে বলি? কোথা থেকে শুরু করবো?কলকাতার বাঙালী বাবা মায়েরা আজ বহুকাল হল তাদের সন্তানেরা বাঙলা বলতে না পারলে বা আধ আধ ভাঙা ভাঙা বাঙলা বললে কেমন যেন গর্ব অনুভব করেন।

বিবর্ণ একুশ

এরা কারা?

এরা কি মূর্খের বাড়া?

বরকত রফিক জব্বার মাণিক এরা কারা

এঁদের জন্য কিছু সময় আছে? কিম্বা কিছু চেতনার পারা

 

 

বার ফাগুন অন্যরকম, ভালবাসাও...

বিথিকে রিমুদের বাসাতেই প্রথম দেখেছিল সৌরভ। যেমনটা অহরহ হয়, হচ্ছে, হবেও। সেই গতবাঁধা শুরু। প্রথম দেখায় কাত! পাড়ার মেয়ে, বোনের বান্ধবী, তার ওপর মায়ের সখি রিমুর মা। ছোটবেলা থেকেই আসা যাওয়া। ঘরের ছেলে। তারপর পটানো।

মুনিয়ার স্বপ্ন

মুনিয়া এবার সরাসরি বাবুয়ার রুমে ঢুকে বাবুয়ার চেয়ারে বসলো। টেবিলের ওপর মুনিয়া-বাবুয়ার একটা ছবি। দুজনের মুখে অনাবিল হাসি। মুখ দেখে যে কেউ বুঝবে যে ওরা কত সুখী।

কবি

স্বপ্ন দিয়েই তো আমার জীবনে কবিতার শুরু। আমি স্বপ্ন দেখতে ভীষণ ভালবাসি। তাই আমার কবিতাতেও ঘুরে ফিরে আসে স্বপ্নের কথা, স্বপ্ন ভঙ্গের কথা। কিন্তু আকাশে উড়বার স্বপ্ন দেখলে কি কবি হওয়া যায় না?

অ্যান অকারেন্স অ্যাট আউল ক্র্যাক ব্রিজ

সকাল হয়ে গেছে, নিশ্চই সারারাত চলেছে সে বনের রাস্তায় । ফটক খুলে বাড়ির রাস্তায় পা দিলো পেইটন । বারান্দায় একটা নড়াচড়া চোখে পরলো তার, তার স্ত্রী নেমে আসছে বারান্দা থেকে, ওহ কি অপরুপ রুপসী দেখাচ্ছে তাকে! দুহাত বাড়িয়ে সামনে ছুটে গেল পেইটন, জড়িয়ে ধরতে যাবে স্ত্রীকে, এমন সময় ঘাড়ের ওপর প্রচন্ড একটা আঘাত অনুভব করল সে, একটা অত্যুজ্বল শাদা আলোয় চোখ ধাঁধিয়ে গেল তার...তারপর সব অন্ধকার আর নৈঃশব্দ্য !

 

মার্ক টোয়েন

'লাইফ অন দ্যা মিসিসিপি' হচ্ছে মার্ক টোয়েনের সেরা বইগুলোর একটা । নিঃসন্দেহে এটা তাঁর সেরা নন-ফিকশন কাজ । বইটার প্রথম পঁচিশ চ্যাপ্টারের (যেখানে তিনি তাঁর পাইলট জীবনের কথা বলেছেন) মান টোয়েনের এর লেখা যে কোনো বইয়ের থেকে ভাল । এর পরের লেখা মানে নদীতে ভ্রমণের অংশটাও ভাল তবে ততটা সুখপাঠ্য নয় । বইটা মার্ক টোয়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলেই মনে করেন তাঁর সমালোচকরা ।
 

অধরা মাধুরী

আমার বেশ মনে আছে তখন আমার বয়স চার কি পাঁচ হবে। সুদূর আফগানিস্তান থেকে আমাদের বাসায় এক কাবুলিওয়ালা আসতো। রবিঠাকুর তখন যদি জীবিত থাকতেন তাহলে হয়তো...

 

কাব্য কণিকা

আলোক চিত্রে ঢাকা

বসন্তের আগমন-একুশের বইমেলা

ভ্যালেন্টাইন ডে-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার

 

স্বাধীনতার প্রিয় কবিতা

আসাদের শার্ট

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিম্বা সূর্যাস্তের

জ্বলন্ত মেঘের মত আসাদের শার্ট

উড়ছে হাওয়ায় নীলিমায়।

বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচ্ছে লাগিয়ে

নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো

হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতা।

 

যাদের রক্তে মুক্ত এ দেশ

২ এপ্রিল সকালে কুখ্যাত ব্রিগেডিয়ার বশীরের নির্দেশে পাক জল্লাদ বাহিনীর নরপশুরা কেরানীগঞ্জে ইতিহাসের জঘন্য হামলা চালায়। তারা গ্রামের পর গ্রাম লুন্ঠন করে, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বর্বররা জিঞ্জিরা, শুভাড্যা ও কালিন্দি ইউনিয়নে নির্বিচারে গুলি চালায়-আক্রান্ত হয় প্রতিটি গ্রামের প্রতিটি ঘর।

একাধিক একা

হঠাত বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। যেন নিঃশব্দে ধ্বক করে উঠা। নিজের ঠোঁটে দাঁত বসিয়ে ঝুমা আনমনে বলে ফেললো, ইস্‌ তোমায় যদি পেতাম। স্টপেজে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নেয় সে। তবু বুঝতে পারে সেই চোখ দুটো এখনও তার দিকে চেয়ে আছে। সেই দৃষ্টিতে অনেক আকুলতা।

 

বৃষ্টি নীল জল

সজলের তৃষ্ণা কি নিপা মিটাতে পেরেছিলো? হয়তো পারেনি।অথবা পেরেছিল। নিপা সেটা জানে না।মানুষ যেমন তৃষ্ণার্ত হয়ে ঘুরে ফিরে, ঠিক তেমনি আবার তার নিজ্র কাছেও থাকে এক অবারিত নদী।বুকের মাঝে নীরব ফল্গু হয়ে সে ন্দী বয়ে চলে। কেউ কেউ আসে, চুমুক দেয় সেই জলে। নিপার তৃষ্ণা কি সজল মিটাতে পেরেছিল?

যদি বলি

যদি বলি চলে যাব

আমাকে কি তুমি ডাকবে না

যদি বলি থাকবো না আর

আমাকে কি তুমি সাধবে না?

ভাসা

শালুক দোয়েল স্বপ্নে ভাসে

বাংলাদেশের আলোর আশায়

আমার ভেসে থাকা কেবল

 বাংলা ভাষায়, বাংলা ভাষায়।

 

এক ঝাঁক ফিনিক্স

অনুভূতিগুলো যেন ধূমকেতুরই মতো

দূরত্বে যতক্ষণ থাকে যেন আকাশের তারা

লুব্ধক, সপ্তর্ষি, কালপুরুষ আর রোহিনী

জোনাকীর মত জ্বলে উত্তাপহীন আলোয়

 

ভালবাসার মুক্তি

নির্বাক প্রেম কমনীয় প্রকৃতি ও ভালবাসা সবই নারী

পুরুষ হয়ে কি সেই বোধে ধারে কাছে পৌঁছতে পারি

একাকীত্বে, আলস্যে, সংবাদে, বিস্মরণে কিম্বা

ঝাঁপানো লোডশেডিং এর সন্ধ্যাতারার নিস্পাপলোকে

 

এবারের ই-বুক

 

বাঙলা বানানে ভাইরাস

প্রথম যেদিন লিখতে বসলাম, সেদিনই বাঙলা বানান নিয়ে হোঁচট খেলাম। বানান নিয়ে অস্থিরতা আমার আর কাটলো না। অনেক ভেবে চিন্তে আমার কাছে মনে হল বাঙলা ভাষা ঈ,ঊ,ণ,শ,ং এই পাচটি অক্ষর ছাড়াও  চলতে পারে।

 

 

~ যেখানে সম্ভবনার দ্বার উন্মুক্ত ~


যে কোন সংগঠনের উন্নতি, তার সাংগঠনিক ব্যবস্থাপনার
 শ্রেষ্ঠতার উপর নির্ভরশীল। উতপাদন, বিপণন, বিক্রয় ও মানব সম্পদের যথাযথ ব্যবহার- এ সকল ক্ষেত্রেই প্রয়োজন পেশাগত শ্রেষ্ঠত্ব বা প্রফেশনাল এক্সলেন্স। আর সে থেকেই প্রোএক্সলেন্সের যাত্রা শুরু আজ থেকে পাঁচ বছর আগে। ব্যবস্থাপনা অঙ্গনে কার্যকরি দক্ষতা অর্জনের নিমিত্তে যথাযথ প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যেই প্রোএক্সলেন্সের শুভ সূচনা।

বিস্তারিত তথ্যের জন্য নভো ভ্রমণে আসুন-দেখুন-পড়ুন-জানুন-প্রশ্ন করুন।
www.proxlence.net

 

আর্কাইভ

সাহিত্য পত্র - নব আলোকে বাংলা

সাহিত্য পত্র প্রথম নভো সংখ্যা   সাহিত্য পত্র দ্বিতীয় নভো সংখ্যা     সাহিত্য পত্র তৃতীয় নভো সংখ্যা     সাহিত্য পত্র চতুর্থ নভো সংখ্যা

আমাদের প্রকাশিত ই-বুক

 

 

 

 

Best view with Microsoft Internet Explorer
font download link
http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf