| 
    কাব্য 
    কণিকা   
    নয়ন তোমায় পায়না দেখিতে 
    রয়েছ নয়নে নয়নে... তোমার আশীষ মোর নত শিরে শয়নে স্বপনে জাগরণে...
 তুমি ছাড়া মোর চিত বাতায়নে বাতাস অচল
 মন মাঝে তুমি আছ তাই আমি যে সচল
 তোমার সকল আশীষ তোমার লীলা তোমার খেলা
 পাথেয় আমার প্রাপ্তি আমার কেবল এগিয়ে চলা
   
    সুপ্রতীক 
    অরূপ
 |