| কাব্য কণিকা 
    কোনও দিন কারও সাজান বাগান হয়ে বেঁচে থেকোনা
 তোমার সৌন্দর্যের নরম ঘাসের পরে পদাতিকের অহঙ্কার
 আকাশ হয়ে বাঁচ চরম ঊদাসীনও উপরে তাকাতে ভুলবেনা
 সবাই চাইবে তোমার দিকে এক আশায় বারম্বার ও আবার
 
 
    *****প্রেম ছিল চুমু ছিল ভেজা ঘাস মাড়িয়ে
 আর ছিল গান
 প্রাণ আন চান
 প্রেম আজ গৃহকর্ত্রী চুমু গেছে হারিয়ে
 কবরের মাটী বা চিতার আগুন
 প্রেম শেষ হয়না ফিরে আসে ফাগুন
 কবিতার সাথে মোর দেখা হল অন্তিমের ছায়ায়
 আঁখীতে লেখার প্রেম - চেয়ে ছিল প্রেমিকা মায়ায়...
 
 
    ***** 
    মন জল চাইলেই জল পেয়েছেস্থল পদ্মের পাতায়
 তৃষ্ণার্ত কবি তাকিয়ে দেখেছে
 তার পদ্মিনী চলায়...
 
 
    সুপ্রতীক অরূপ |