কেউ কেউ আসে যায়
কেউ কেউ না বলে পালায়
কেউ কেউ না এলে বা চলে গেলে কার কিবা আসে যায়
সংসারের ধর্মে আকাশ নীল বা ধূসরে হারায়
আচম্বিতেই কারো কারো অনুপস্থিতি মনকে নীরবে কাঁদায়
এ'জীবনে ফিরে আবার এসো পাখি, ডানার ঝাপট আজো জীবনকে নাড়ায়
সুপ্রতীক অরূপ
জুন, ২০০৯