Download the font from the link below

http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

 

 

 

 

 

প্রস্নবোধক

 

কাব্য সঙ্কলন

 

 

আবদুল হাকিম

 

 

 

 

 

বইটিতে

ঈ ঊ ণ ং শ

এই পাঁচটি অক্ষর ব্যবহার করা হয়নি

 

 

 

একান্ত

 

আমার প্রথম ইলেকট্রনিক সঙস্করন কাব্য গ্রন্থ আকাস রঙ স্বপ্ন  প্রকাস পায় ২০০৭ সালের ১ জানুয়ারিতে। মন্ট্রিয়ল, কানাডা থেকে প্রকাস করেছিল কবি হুমায়রা জামান। তখন ভাবিনি, ও আরো কিছু কবিতা আমার কাছ থেকে বের করে নেবে। ওর কথা রাখতে গিয়ে আমি পেয়ে গেলাম ইলেকট্রনিক সঙস্করনে আমার দ্বিতিয় কাব্যগ্রন্থ  প্রস্নবোধক । আমাকে কবি বানাবার ওর এই দারুন ইচ্ছেটা কতদুর গড়াবে তা পাঠকরাই সুধু বলতে পারবে।

 

আর একটা কথা। আমি মনে করি বাঙলা ভাষায় ঈ, ঊ, ণ, শ, ং  এই পাচটি অক্ষজরের আর কোন দরকার নেই। আমি আমার লেখায় ওগুলো কখনো ব্যবহার করিনা। এ প্রসঙ্গে আমি আমার বাঙলা বানানে ভাইরাস  বইটিতে কিছু কথা বলার চেষ্টা করেছি।

কবি হুমায়রা জামান আমার কবিতার সাথে মিসে আছে। থাকবে। সাথে সাথে ডঃ চঞ্চল জামানও।

 

পাঠকদের জন্য রইল একগুচ্ছ সুভেচ্ছা।

আবদুল হাকিম

তারিখঃ  এপ্রিল ১২, ২০০৮

বাল্টিমোর, এম ডি ২১২১৫

ইউ এস এ

 

পরের পাতা